ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মমিনপুরের মোছাঃ ময়না বেগম (৪২) এর একমাত্র অবলম্বন একটি গরু গত ১১ তারিখ দিবাগত রাত প্রায় ২ টার দিকে চুরি যায়। বিধবা ময়না বেগমের পালিত গাভী ও একটি বাছুর চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
জানা যায়, একজন প্রতিবন্ধী ছেলেসহ ৫ ছেলে-মেয়েকে নিয়ে অত্যন্ত কষ্টে জীবন-যাপন করে আসছেন বিধবা ময়না বেগম। কিছু টাকা জমিয়ে একটি গরু কিনেন তিনি।
গরু চুরির পরে অসহায় বিধবা পাটগ্রাম থানায় একটি অভিযোগ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জনসম্মুখে আসে।
পরে লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানার নির্দেশে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার বি-সার্কেল তাপস সরকার দিকনির্দেশনায় পাটগ্রাম থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) মোঃ মোজাম্মেল হক ও এসআই মোঃ হাসান আলীর নেতৃত্বে সোমবার(১৩ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে অভিযান চালিয়ে গরুটি উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।
এসময় চুরি ঘটনার সাথে জড়িত পাটগ্রাম থানার জোংড়া ইউনিয়ন এর মমিনপুর মৌজার মোঃ মাসুদ(২১) ও মোঃ জুয়েল ইসলামকে (২৬) গ্রেফতার করে পুলিশ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) মোঃ মোজাম্মেল হক বলেন, অভিযোগ পাওয়ার পর বিধবার অবলম্বন গরুটিকে উদ্ধার করা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। চুরির এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করা হবে। গ্রেফতারকৃত আসামী দুজন আদালতে স্বিকারক্তীমূলক জবানবন্দী দিয়েছে।
উল্লেখ্য যে শনিবার (১১ জুলাই) গভীর রাতে ওই বিধবার গরু দুটি নিজ বাড়ি থেকে চুরি হয়। গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে চিৎকার ও আহাজারি করে বৃষ্টিতে ভিজে গরু খুঁজতে থাকেন বিধবা ময়না বেগম। এ ঘটনায় থানায় একটি অভিযোগও দেন তিনি।
গরু উদ্ধার হওয়ায় সাংবাদিকদের বলেন আমার সংসার চলতো এই গাভী দিয়ে। কিন্তু গাভী চুরি যাওয়ায় আমার সংসারে নেমে আসে কালো মেঘের ছায়া। কিন্তু পুলিশ একদিনের মধ্যেই আমার চুরি যাওয়া গরু ফিরিয়ে দিয়েছে। এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।