ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার সীমান্তবর্তী পাটগ্রাম উপজেলায় একদিনে ১৯ জনের দেহে করোনা ভাইরাস এর অস্তিত্ব পাওয়া গেছে, এতে করে উপজেলা জুড়ে সাধারন জনগনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো ৩৬ টি নমুনা পরীক্ষা করে আজ দুপুরে নতুনকরে ১৯ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যে ১৯ টি পজিটিভ রিপোর্টের মধ্যে ১৮ জন নতুন রোগী এবং ১ জন পুরাতন রোগী (শ্যামলী, স্টেশনপাড়া, পাটগ্রাম পৌরসভা)। পুরাতন রোগীর ফলো আপ স্যাম্পল পাঠানো হয়েছিলো এবং এটি দূর্ভাগ্যক্রমে আবারো পজিটিভ এসেছে।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন), কোভিড -১৯ ফোকাল পারসন এবং আইসিটি ফোকাল পারসন ডাঃ কে, এম, তানজির আলমের বরাত দিয়ে জানা গেছে যে, এখন পর্যন্ত পাটগ্রাম উপজেলার মোট পাঠানো স্যাম্পল সংখ্যা-৪০৭টি এর মধ্য রিপোর্ট এসেছে -৩৩৩ টি এবং করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা- ৫২ ( পুরুষ- ৪০, মহিলা-১২) জন। উক্ত উপজেলায় করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা-৫ জন।
নতুন করে ১৯ জন করোনা রোগী একদিনে শনাক্ত হওয়ার বিষয়ে পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মশিউর রহমান বলেন আক্রান্ত রোগীর সংখ্যা কমিয়ে আনতে ব্যাপকভাবে গণসচেতনতা তৈরী করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।