মোঃ মোশফিকুর ইসলাম , নীলফামারীঃ ৪ হাজার ১০ পিস ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। গেল বৃহঃস্পতিবার ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ (সিপিসি-০২) নীলফামারী ক্যাম্পের একটি অভিযানিক দল লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের মির্জারকোট মের্সাস হক ফিলিং স্টেশনের উত্তর দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪,০১০পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলম হোসেন (২৫) পাটগ্রাম থানার সরকার পাড়ার মৃত সামসুল হকের ছেলে ও মোঃ আজিবুল ইসলাম আজহারুল (২৪) বঙ্গের বাড়ী সরকার পাড়ার মোঃ সহিদুল ইসলামের ছেলে।
এ বিষয়ে নিশ্চিত করে র্যাব-১৩, সিপিসি-২এর কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুন্না বিশ্বাস জানান, আটককৃতরা মাদক ব্যবসায়ী ও দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চলছে।
এছাড়া, আসামীদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় র্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে।