পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি টানেলের কাছে যাত্রীবাহী বাস ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোরে একজন উদ্ধারকারী কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানান।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় জরুরি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়। টিভি ফুটেজে ধ্বংস হওয়া বাসের ছবি দেখা গেছে।
সব হতাহতদের কোহাতের একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে জানায় একজন কর্মকর্তা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রদেশটির তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
এর আগে, গত রোববার (২৯ জানুয়ারি) বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস খুঁটিতে ধাক্কা লেগে সেতু থেকে পড়ে যায়। এতে বাসটিতে আগুন ধরে যায় এবং ৪০ জন নিহত হয়।
দুর্বল সড়ক অবকাঠামো এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে দেখা যায়।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন