সদ্য শেষ হওয়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন পাকিস্তানি রিক্রুট নাসিম শাহ। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম শুরুর কারণে প্লে-অফের আগেই নিজ দেশে ফিরে গিয়েছিলেন ডানহাতি এই পেসার। তবে পিএসএলের শুরুতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কারণেই সমালোচনার মুখে পড়েছেন নাসিম।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গ্রুপ পর্বে মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে কুমিল্লার হেলমেট পরেই নেমে পড়েছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ২০ বছর বয়সী এই ক্রিকেটার। ‘ভুল হেলমেট’ পরে ব্যাটিং করতে মাঠে নামার কারণে নাসিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ জন্য তার ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে পিসিবির ডিসিপ্লিনারি কমিটি। ডানহাতি এই তরুণ পেস বোলার পাকিস্তানের জার্সিতে তিন ফরম্যাটেই অভিষেক হয়ে গেছে। এরই মধ্যে ১৫ টেস্ট, ৫ ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। যেখানে মোট ৭৪ উইকেট শিকার করেছেন এই গতিদানব।