অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেমির টিকিট নিশ্চিত করার এই ম্যাচে পাকিস্তানের কাছে ৫ রানে হেরে আসর থেকে বিদায় নিলো বাংলাদেশের যুবারা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বেনোনিতে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রোহানাত-পারভেজদের বোলিং তোপে ৪০.৪ ওভার খেলে ১৫৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ৩৫.৫ ওভার খেলে ১৫০ রান তুলেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
রোহানাত দৌলা বর্ষণ ও শেখ পারভেজ জীবনের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে বেশিদূর আগাতে দেয়নি বাংলাদেশ। লক্ষ্যে নেমে ওপেনার জিশান আলম উড়ন্ত সূচনা এনে দেন। ২.৪ ওভারে দলকে ২৬ রান তুলে দিয়ে বিদায় নেন তিনি। ১২ বলে ৪ চারে ১৯ রান করেন জিশান।
৮৩ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ, যার মধ্যে চারজনই উবাইদের শিকার।
মোহাম্মদ শিহাব জেমস ও মাহফুজুর রহমান রাব্বি হাল ধরেছিলেন। জেমসকে ফিরিয়ে পঞ্চম উইকেট তুলে নেন উবাইদ। তারপর টানা দুই ওভারে রাব্বি ও ইকবাল হোসেন ইমন প্যাভিলিয়নে ফেরেন।
১২৭ রানে ৯ উইকেট পড়ে যাওয়ায় হারের ভ্রকুটি দেখতে পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু বর্ষণ লড়াই করেন মারুফ মৃধাকে সঙ্গে নিয়ে। দুজনে ব্যবধান কমিয়ে জয়ের অপ্রত্যাশিত সম্ভাবনা জাগান। কিন্তু ৩৬তম ওভারে মারুফকে ফিরিয়ে সব আশা শেষ করে দেন মোহাম্মদ জিশান। বর্ষণ ২৪ বলে ২১ রানে অপরাজিত ছিলেন।
৪৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন উবাইদ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ১৫৫/১০ (৪০.৪ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৫০/১০ (৩৫.৫ ওভার)
ফলাফল: পাকিস্তান ৫ রানে জয়ী
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম