বলিউডের সুপারস্টার আমির খানকে ‘খুনি’ সাজিয়ে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল খবর প্রচার করেছে।
তবে নামের বিভ্রান্তির কারণেই এমন ভুল হয়েছে বলে দাবি করেছে নিউজভিত্তিক ওই টিভি চ্যানেলটি। পরে ভুল বুঝতে পেরে সেই ছবি সরিয়ে নেয়া হয়।
আসলে বিভ্রান্তিটা হয়েছে একই নামের কারণে। যিনি খুনে অভিযুক্ত হয়েছিলেন তার নামও আমির খান। তবে তিনি হচ্ছেন, মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) নেতা আমির খান।
খুনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায়, ওই পাকিস্তানি নেতাকে নিয়ে খবর করছিল চ্যানেলটি। কিন্তু, গ্র্যাফিক্সে কাজ করেছেন যিনি, তিনি হয়ত বলিউড অভিনেতা আমির খানকে চিনতেন না। তাই গুগলে ছবি সার্চ করে, খবরের ছবিতে অভিনেতা আমির খানের মুখ বসিয়ে দেন। এরপরই নেট দুনিয়ায় খবরটি নিয়ে শুরু হয় ট্রল।
চ্যানেলের সেই ছবির স্ক্রিনশট নিয়ে টুইটারে তা শেয়ার করেন সাংবাদিক নায়লা ইনায়ত। খবরের বিষয় ছিল– ১৭ বছর পর খুনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন এমকিউএম নেতা আমির খান। খবরের সঙ্গে অভিনেতা আমিরের ছবি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন ওই সাংবাদিক।
পরে চ্যানেলটি তাদের ভুল বুঝে সেই ছবি পাল্টে নেয়। কিন্তু ততক্ষণে ভাইরাল আমির খান।