ভেজা মাঠে রোমাঞ্চকর লড়াইয়ের পর পাকিস্তানকে ৬ রানে হারিয়ে মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল বুধবার (২১ জুন) হংকংয়ের মং কক মাঠে শিরোপার লড়াইয়ে টিম টাইগ্রেসের প্রতিপক্ষ ভারত।
ভেজা মাঠে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের অবস্থা হয়েছিল শোচনীয়। খেলা শুরু হতে দেরি হয় প্রায় দুই ঘণ্টা। ম্যাচ নেমে আসে ৯ ওভারে। আগে ব্যাটিং বেছে নিয়ে লতা মণ্ডলের বদল পড়ে বিপদে। ফাতিমা সানার উদ্বোধনী ওভারেই তিন উইকেট পড়ে বাংলাদেশের। ১৬ রানে ৬ উইকেট হারিয়ে দল পড়ে মহাবিপদে।
শুরুর ছয় ব্যাটার ফেরেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। অধিনায়ক লতা ও সোবহানা মোস্তারি রানের খাতাই খুলতে পারেননি। টপ ও মিডলঅর্ডারের দুর্দশার দিনে দায়িত্ব কাধে তুলে নেন নাহিদা আক্তার। মূল কাজটা বোলিং হলেও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ১৬ বলে করেন ২১ রান। রাবেয়া খান ২০ বলে করেন ১০ রান করে অপরাজিত থাকেন। সপ্তম উইকেট জুটিতে আসে ৩৭ রান।
সুলতান খাতুন ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। ইনিংসের শেষ বলে মারেন ছক্কা। বাংলাদেশ নির্ধারিত ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৫৯ রান।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লক্ষ্যটা সহজ হলেও বাংলাদেশের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। ৪ ওভারের উদ্বোধনী জুটিতে ২৬ রান তোলার পরও সমীকরণ মেলাতে পারেনি। ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রানে থামে তারা।
শেষ ২ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২০ রান। অষ্টম ওভারে মারুফা আক্তার একটি বাউন্ডারি হজম করার পাশাপাশি তুলে নেন একটি উইকেট। দেন ৭ রান। সানজিদা আক্তার মেঘলার করা শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। প্রতি বলেই একটি করে সিঙ্গেলস নিলে বাংলাদেশ পায় ৬ রানের জয়।
রাবেয়া খান দুটি, মারুফা আক্তার ও নাহিদা আক্তার একটি করে উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্সে সেরা খেলোয়াড় হয়েছেন নাহিদা।
ভারত-শ্রীলঙ্কার অপর সেমিফাইনাল মাঠে গড়ায়নি। গ্রুপপর্বে রান রেটে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। গতকাল মঙ্গলবার দুটি সেমিফাইনালই হওয়ার কথা ছিল।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন