স্পোর্টস ডেস্কঃ দুই দলের ক্রিকেট ঐতিহ্য আকাশ-পাতাল, শক্তির পার্থক্যও অনেক। তবে মাঠে এবার সেটা ভিন্ন প্রমাণ হলো। টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল থাইল্যান্ড। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড।
টস জিতে থাইল্যান্ডের বিপক্ষে কঠিন পথে পা বাড়ায় পাকিস্তান। থাই বোলারদের তোপে সিদ্রা আমিন ছাড়া কোনো ব্যাটারই ডানা মেলতে পারেননি। ব্যাট করতে নেমে সিদ্রা আমিনের অর্ধশতকে ৫ উইকেটে ১১৬ রান তুলে পাকিস্তান।
সিদ্রা ৫৬ রান করলেও অবশ্য লাগিয়ে ফেলেন ৬৪ বল। আরেক ওপেনার মুনিবা আলি করেন ১৪ বলে ১৫। নিদা দার ১২ রান করতে খেলে ফেলেন ২২ বল। থাইল্যান্ডের পক্ষে সেরা বোলিং করেছেন সুরনারিন টিপক। ৪ ওভারে মাত্র ২০ রানে ২ শিকার ধরেন তিনি। দারুণ ফিল্ডিংয়ে বিসমাহ মারুফ ও সিদ্রাকে রান আউট করে থাই মেয়েরা। কখনই রানের চাকা চড়া হতে দেয়নি তারা।
ওপেনিং জুটিতে শুরুটা হয় দারুণ। নান্নাপাত কুনচারনকাই ও চান্তাম মিলে আনেন ৪০ রান। নান্নাপাত ফেরার পর দ্রুত আরেক উইকেট হারিয়ে ফেলেছিল থাই মেয়েরা। কিন্তু নারুমুল চাওয়াইর সঙ্গে ৪২ রানের আরেক জুটি পান চান্তাম। ম্যাচ তখন হেলে আসে থাইল্যান্ডের দিকে। এরপর শেষ দিকের উত্তেজনায় পাকিস্তানকে হতাশ করে তারা। এরপরেই ইনিংসে ১ বল বাকি থাকতেই জয়ের আনন্দে মাতে থাইল্যান্ড। পাকিস্তান নারী দলের বিপক্ষে এটিই তাদের প্রথম জয়!