খুলনার পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান ও তার ভাইদের বিরুদ্ধে জমি দখল ও ধর্ষনের অভিযোগে শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিপ্রদাস সরকার বলেন, চেয়ারম্যান আব্দুল মানান গাজী ও তার ভাইয়েরা ভুমি দস্যু হিসেবে চিহ্নিত। তাদের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ। ১৯৮৬ সাল চিংড়ী ঘের করার জন্য ৩০ বিঘা জমি সুধীর সানার কাছ থেকে চুক্তিপত্রে করে নেয়। এরপর থেকে হারির টাকা না দিয়ে জোরপূর্বক ৩৮ বছর যাবৎ জবর দখল করে রাখছে। এদিকে হারির টাকা চাইতে গেলে তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। এমনকি হারির টাকা দেয়ার কথা আব্দুল বলে মান্নান গাজী, ২০১৬ সালে আমার স্ত্রীকে, ১৯৯২ সালে আমার বোনকে মান্নান গাজীর ভাই আসলাম গাজী, ২০১৯ সালে আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বলেন,আমাদের বৈধ জমিটা যাতে উদ্ধার এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী সরলা সরদার ও ছোট ভাই প্রদীপ সরদার।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি