খুলনার পাইকগাছায় একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করে পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫এপ্রিল) দুপুরে উপজেলার গদাইপুর ইউপির ঘোষাল গ্রামে অভিযান চালিয়ে স্কুল পড়ুয়া ওই কিশোরীর বিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।
এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের পিতাকে ১০হাজার টাকা জরিমানাসহ প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি