শুরু হয়েছে মাঘ মাস। জেঁকে বসেছে শীত। কনকনে বাতাসের সঙ্গে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। প্রচন্ড শীতে জবুথবু জন জীবন। সকাল থেকে ঘন কুয়াশা, আকাশ ঢেকে আছে মেঘে। সোমবার দিনভর এ অবস্থা।
আগুন জ্বালিয়ে বিকেলেও শীত নিবারণ করছে শীতার্ত মানুষেরা। এমন দৃশ্য দেখা গেল খুলনার পাইকগাছার গোপালপুর গ্রামে। রাস্তার পাশে শিশু, কিশুর, নারী পুরুষ আগুন জ্বালিয়ে চারপাশে বসে আছে। শীতে সব কিছু যেন স্থবির হয়ে পড়ে। বের হতে পারছে না কাজ কর্মে। এযেন এক অসহায় জীবণ যাপন। হত দরিদ্র মানুষের অবস্থা যেন কাহিল।
শীতে শিশু ও বৃদ্ধ মানুষের অবস্থা বেশি খারাপ। শীতজনিত নানা রোগব্যাধি বেড়ে গেছে। শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে এ সংক্রান্ত রোগীর ভিড় বাড়ছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি