খুলনার পাইকগাছা চিংড়ী চাষী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।সমিতির অস্থায়ী কার্যালয়ে বুধবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।
সম্পাদক গোলাম কিবরিয়া রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চিংড়ী চাষী, পোনা ব্যবসায়ী, কাঁকড়া ব্যবসয়ী, মৎস্য কাটা সমিতি, চিংড়ী বিপন সমিতিসহ চিংড়ীর সাথে জড়িত বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
সভায় পরিকল্পিত উপায়ে চিংড়ী ও ধান চাষ বিষয়ে আলোচনা হয়। বিলান জমিতে চিংড়ী ও ধান চাষ ছাড়া অন্য কোন চাষ যে সম্ভব নয় সে বিষয়ে জমির মালিকরা আলোচনা করেন। তারা সকলেই পাইকগাছার চিংড়ী চাষ অধ্যুষিত এলাকাকে চিংড়ী জন ঘোষনা করার দাবী জানায় স্থানীয় সংসদ সদস্য জননেতা রশীদুজ্জামান ও সরকারের কাছে।
এদিকে সকল চিংড়ী চাষী ও জমির মালিকরা সমাবেশ করার দাবী জানায় সমিতির নেতৃবৃন্দের কাছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩০ | শুক্রবার
ডিবিএন/এসই/ সোহেপ