খুলনার পাইকগাছার শামুকপোতা মৌজায় চিংড়ী ঘেরের গেটের খালে বাঁধ দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ করেছেন ঘের মালিক। স্থানীয় জয়ন্ত ও কতিপয় ব্যক্তি ২০ শতক খাস সম্পতি দাবী করে তারা এমনটি করে বলে অভিযোগ। যা নিয়ে ঘের মালিক ও জয়ন্তদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দিয়েছে।যেকোন সময় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
অভিযোগে জানা যায়,উপজেলার শামুকপোতা মৌজায় ৩’শ ৩০ বিঘা জমি রেজিঃ ডেডমুলে প্রায় একযুগ ধরে চিংড়ী ও মাছ চাষ করছে মোস্তফা সরদার। ঘেরের বাসা সংলগ্ন নিজেদের তৈরী গেটের খাল। যেখান দিয়ে নদী থেকে পানি উঠা নামা করা হয়। তবে এ খালের মধ্যে ২০ শতক খাস জমি রয়েছে। এ খাস জমি ঘের মালিকের মধ্যে থেকে জোর পুর্বক নেয়ার জন্য বাঁধ দিয়ে পানি উঠা- নামার পথ বন্ধ করে দেয়া হয়েছে। বাঁধ অপসারণ করতে গেলে বাঁধা দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবী করা হচ্ছে বলে ঘের মালিক মোস্তফা সরদার জানান।
এদিকে বাঁধ দেয়ার কারণে ঘের মালিক পুর্ণমার গোনে মাছ ধরতে না পারায় ৩-৪ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। জয়ন্ত সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান,সরকারী সম্পত্তি ঘের মালিক কেন ভোগ করবে? সেখান দিয়ে বিকল্প খাল কেটে বাধ দেয়া হয়েছে। চাঁদা দাবীর বিষয়টি তিনি অস্বীকার করেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্থানীয় লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস বলেন, বিষয়টি আমি শুনেছি এখনও কোন পক্ষ আমার কাছে লিখিত অভিযোগ করেনি। করলে দুপক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করে দেয়ার চেষ্টা করবো।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, খাস সম্পত্তির মালিক সরকার। এটা কেউ দখল বা জবর দখল করুক তার কোন সুযোগ নেই।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি