খুলনার পাইকগাছায় অনলাইন জুয়ার বিভিন্ন সাইটের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। অভিযানে ওয়ান এক্স বেট জুয়া খেলার অপরাধে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে চাঁদখালী ইউনিয়নের গড়ের আবাদ গ্রাম থেকে এক যুবককে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই যুবককে ভ্রাম্যমান আদালতে নিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল-আমিন তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
কারাদন্ড যুবক চাঁদখালী ইউনিয়নের গড়ের আবাদ গ্রামের মোসলেম উদ্দীন মোড়লের ছেলে মঞ্জুরুল মোড়ল (৩০)।
থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত মনিটরিংকালে অনলাইন প্লাটফর্ম মেল বেট, ওয়ান এক্স বেট এবং বেট ওইনার নামের বেটিং সাইটগুলো নজরে আসে। সেখানে বাংলাদেশের প্রচুর গ্রাহক বেটিং বা জুয়া খেলায় অংশগ্রহণ করছে।
পরবর্তী সময়ে এই সাইটগুলোর বিভিন্ন তথ্য-উপাত্ত অ্যানালাইসিস করে ওয়ান এক্স বেট সহ অন্যান্য অনলাইন জুয়া মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার, পিপিএম (বার) মোহাম্মদ সাঈদুর রহমান স্যারের নির্দেশনা মোতাবেক পাইকগাছা থানা পুলিশের অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবককে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি