ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টিম টাইগার। চন্ডিকা হাথুরুসিংহের দল এ দুটি ম্যাচ দাপুটে ক্রিকেট খেলে জয় পেয়েছে। ১৩৯ রানের টার্গেট তারা ছুঁয়েছে ৯ বল হাতে রেখে। আগামীকাল একই মাঠে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটের স্বস্তির জয় পেয়েছে টিম টাইগার্স। অভিজ্ঞ মাহমদুউল্লাহ ও তাওহিদ হৃদয় ২৯ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে তারা বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তাওহিদ ২৫ বলে ৩৭ ও মাহমুদউল্লাহ ১৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
তাসকিন আহমেদ ১৮ রানে ২টি, রিশাদ হোসেন ৩৩ রানে ২টি এবং শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।
উল্লেখ্য, আগামী ৭ মে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটিও হবে চট্টগ্রামে, বিকেল ৩টায়। এরপর ঢাকায় ১০ ও ১২ মে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:২৬ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি