নিজস্ব প্রতিবেদকঃ মাত্র পাঁচ মাসের নিজের সন্তান হত্যার দায়ে বাবাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জামালপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ রোববার (২৯ নভেম্বর) এই রায় প্রদান করেন জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান।
জামালপুর জজ আদালতের পিপি নির্মল কান্তি ভদ্র এই তথ্য নিশ্চিত করে জানান, বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের উজির আলীর মেয়ে রোজিনা বেগমের সঙ্গে বিয়ে হয় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুধনই গাজারি জুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. মোস্তফার। বিয়ের পর স্বামী-স্ত্রী দুইজনই ঢাকায় গার্মেন্টসে চাকুরি করতেন। সন্তান সম্ভাবা হলে তারা দুইজন রোজিনার বাবার বাড়িতে ফিরে আসেন। শ্বশুরবাড়ি এলাকায় দিনমজুরি করে সংসার চালাতেন মোস্তফা। এরমধ্যে তাদের ঘরে এক ছেলের জন্ম হয়। ২০১১ সালের ২০ মে মোবাইল কেনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে ৫ মাসের ছেলে আাশিককে দুই পা ধরে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ নির্মম ঘটনায় রোজিনা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ৩০২ ধারায় বাবা মোস্তফাকে আজ রোববার মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।