কোভিড-১৯ মহামারিতে মানবতার আহ্বানে সাড়া দিয়ে ফটিকছড়িতে নব-নির্মিত ২০ শয্যা হাসপাতাল এবং আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর নার্চার হাসপাতালে ফটিকছড়ির ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব” ও এলাকার প্রবাসীদের সংগঠন “আমরা প্রবাসী ” এর নগদ অর্থ ও সুরক্ষা সামগ্রী প্রদান। ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতালের হয়ে নগদ অর্থ গ্রহণ করেন ফটিকছড়ি উপজেলার আলোচিত ও জনপ্রিয় উপজেলা নির্বাহী অফিসার জনাব সায়েদুল আরেফিন এবং নার্চার হাসপাতালের হয়ে সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন আল মানাহিল ওয়েলফেয়ারের সুযোগ্য চেয়ারম্যান জনাব মাওলানা হেলাল উদ্দীন সাহেব। এসময় আরো উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েলফেয়ার এর অন্যতম কর্ণধার মাওলানা সিহাব উদ্দীন ,মাওলানা ফরিদ উদ্দীন,পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাবের সভাপতি আমিনুর রহমান রিফাত, সাধারন সম্পাদক তারেকুল আলম, সমাজ প্রতিনিধি আফাজুর রহমান ,প্রবাসী সদস্য জনাব কান্তর, মাহফুজ, ইয়াসিন, আরিফ, সোয়াইব, সালাউদ্দিন, বাবর, মামুন, জুয়েল, মালেক, মইনুল। উল্লেখ্য পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব এবং আমরা প্রবাসী প্রতিষ্ঠা লগ্ন থেকে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের পড়ালেখা, বিয়ে, চিকিৎসায় আর্থিক সহযোগিতা, মৃতদেহ দাফন, বন্যাসহ নানা প্রাকৃতিক দূর্যোগে দুর্গতদের মাঝে ত্রান সরবরাহ, ইফতার সামগ্রী বিতরন, রক্তদান কর্মসুচি, রাস্তাঘাট সংস্কার, বৃক্ষরোপন ,বিনা বেতনে কোচিং সেন্টার পরিচালনা সহ নানাবিধ শিক্ষা, সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।