ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ‘ভারত বনধ’ ঘিরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ ও গুলির ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি। বিজেপির আহ্বানে ব্যাপক সাড়া দিয়ে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার (২৮ আগস্ট) বন্ধ রাখা হয়েছে। ট্রেন ও সড়ক অবরোধের কারণে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারেননি অনেকে। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন অংশে সকাল থেকেই দোকানপাট খোলা হয়নি।
জানা গেছে, বুধবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু হওয়া এই বনধে বিজেপি কর্মীদের সাথে পুলিশ ও পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এদিকে আরজি কর হাসপাতালে দায়িত্ব পালনকালে এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ।’ সেই কর্মসূচি ঘিরে কলকাতা ও হাওড়ায় ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল। এর জেরে আজ বুধবার (২৮ আগস্ট) পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টা ঘর্মঘট পালনের ডাক দেয় বিজেপি। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করছে বিজেপি।
দেশটির সংবাদমাধ্যম এনডিটি বলছে, বাংলা বনধের শুরুতে বুধবার সকালের দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেল ও সড়ক পথ অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় কলকাতায় যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায় কম দেখা গেছে। তবে বাজার ও দোকানপাট খোলা রয়েছে। এছাড়া রাজ্যের স্কুল কলেজ চালু থাকলেও অনেক বেসরকারি অফিসে কর্মীদের উপস্থিতি কম দেখা গেছে। বেসরকারি অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন।
বাংলা বনধে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের হামলায় উত্তর চব্বিশ পরগণা জেলার ভাটপাড়া এলাকায় বিরোধীদল বিজেপির অন্তত দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে পুলিশ বলছে, অ্যাঙ্গলো-ইন্ডিয়া পাট কারখানার পাশে একদল লোক বিজেপি কর্মীদের মারধর করেছেন।
এদিন উত্তর চব্বিশ পরগণার বনগাও রেলওয়ে স্টেশন, দক্ষিণ চব্বিশ পরগণার গোচারণ স্টেশন ও মুরশিবাদ রেলওয়ে স্টেশন অবরোধ করেছেন বিজেপি কর্মীরা। উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হুগলি স্টেশনেও স্থানীয় রেললাইন অবরোধ করেছেন বিজেপি কর্মীরা।
এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিজেপি কর্মীরা রাস্তায় বসে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। মালদায় রাস্তা অবরোধ করায় বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ সেখানে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:০২ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি