টানা বৃষ্টিপাতের কারনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কচুরগুল গ্রামে পাহাড়ের টিলা ধ্বসে মাটি রাস্তায় পড়ে এক মাস যাবত যানবাহন ও মানুষের চলাচল বন্ধ ছিল। গত শনিবার (৬ই জুলাই) স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর অর্থায়নে রাস্তার মাটি সরিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য উপযোগী করে তোলা হয়।
মাহবুব হাসান সাচ্চুর এ মহতি উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, মাহবুব হাসান সাচ্চু উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের রত্না চা বাগানের প্রভাতী ক্রীড়া চক্র ফুটবল ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও রত্না যৌথ আর্থিক ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা। বর্তমানে সাচ্চু পর্তুগালে পরিবার নিয়ে প্রবাসে বসবাস করছেন এবং সুনামের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। প্রবাসে থেকেও তিনি খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করছেন এবং রাস্তাঘাট মসজিদ, মন্দির নির্মাণসহ সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সম্প্রতি মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে রত্না ফুটবল খেলার মাঠে একটি বড় ফুটবলের আসর অনুষ্ঠিত হয়। এ খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীসহ দেশের নামকরা কয়েকটি দল অংশগ্রহণ করে।
রত্না চা বাগানের সুমন রায় শিশু জানান, কচুরগুল গ্রাম থেকে কিছু লোক তার সাথে যোগাযোগ করেন। তিনি বিষয়টি পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুকে জানান। পরে তার অর্থায়নের মাটি সরিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মাহবুব হাসান সাচ্চু বলেন, আমি এই এলাকার সন্তান মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামীতে আরো বেশি বেশি কাজ করতে চাই। এজন্য আমি সকলের সহযোগিতা দোয়া ও আশীর্বাদ কামনা করছি। যেন সুস্থ থেকে আপনাদের পাশে দাঁড়াতে পারি সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)