সময়ের তরুণ অভিনেত্রীদের মধ্যে বেশ সুনাম কুড়িয়েছিলেন নিশাত আরা আলভিদা। ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকায় নিজ বাসাতেই মারা গেছেন ১৯ বছর বয়সী এই অভিনেত্রী।
নাটোর জেলায় বড় হয়ে ওঠা নিশাতের। এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। পাশাপাশি অভিনয়ও শুরু করেছিলেন। গত দু’বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত নিশাত। এই কারণেই মায়ের সঙ্গে ঢাকায় এসেছিলেন। থিয়েটারিয়ান নামে এক নাটকের দলের ওয়ার্কশপও করেন নিশাত। স্বপ্ন ছিল বড় নায়িকা হওয়ার।
নিশাতের মৃত্যুর খবর জানান তাঁর বন্ধু মোহম্মদ হৃদয়। কিছুদিন আগেই জ্বর হয়েছিল অভিনেত্রীর। পরীক্ষা করানোর পর ডেঙ্গু রিপোর্ট পজিটিভ আসে। প্লাটিলেট কমতে থাকে। হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। নিজেই হাসপাতালে ভর্তি থাকার ছবি শেয়ার করেছিলেন। মাত্র চার দিন আগে নিশাত তার ফেসবুকে ছবি আপডেট করে লেখেন ‘পরের জন্মে শালিক হব’।
জানা গিয়েছে, হাসপাতালে অভিনেত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন নিশাত। বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তাঁর মৃত্যু স্বাভাবিক মৃত্যু কি না তা জানা যায়নি।
মৃত্যুর ২১ ঘণ্টা আগে তার ফেসবুক স্টোরিতে লেখেন ‘শেষ’ সঙ্গে ফের হৃদয় ভাঙার ইমোজি। আর লেখেন, সে ভালো থাকুক।
আর এতেই প্রশ্ন উঠেছে, কাকে উদ্দেশ্ করে এই স্টোরি ছিল। নেটিজেনদের একাংশ মনে করছেন নিশাত আরা আলভিদা গত ৫ দিন ধরে মৃত্যুর পথে হাঁটছিলেন, যেখানে হৃদয়ঘটিত বিষয়ও থাকতে পারে।
গণমাধ্যমে এই অভিনেত্রীর হাসপাতালে ভর্তির খবর প্রকাশ হলেও জানা যায়নি সেই হাসপাতালের নাম। তার পরিবারও কথা বলছে না মিডিয়ার সামনে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম