হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতির গৌরবমাখা ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে। ভাষার মাসে সব অপরিছন্ন, জরাজীর্ণ ও পরিত্যক্ত শহীদ মিনারগুলো পরিষ্কার করবে ঠাকুরগাঁওয়ের সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত যুবসমাজ। গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভাষার মাসের প্রথম দিনের প্রথম প্রহরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত জরাজীর্ণ শহীদ মিনারটি পরিষ্কার করে সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত যুবসমাজ। ভাষার মাসে পর্যায়ক্রমে ভাষা শহীদদের সম্মানার্থে বিভিন্ন জায়গার শহীদ মিনারগুলো পরিষ্কার-পরিছন্ন করবে তারা।
সেচ্ছাসেবক জুনায়েদ বলেন, একটি সংগঠনের মাধ্যমে সমাজের অনেক সেবামূলক কাজ করা সম্ভব। সেই ধারাবাহিকতায় আমরা আজকে শহীদ মিনারটি পরিষ্কার করেছি। এ কাজটি করার জন্য জুয়েল ভাই আমাদের সহযোগিতা করেছেন। আমরা সবাই এক সঙ্গে কাজ করতে পেরে অনেক আনন্দিত।
সেচ্ছাসেবক সোহেল রানা বলেন, ভাষার মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য অনেক ভাই শহীদ হয়েছেন। তবে দুঃখের বিষয় হলো, তাদের সম্মানার্থে নির্মিত শহীদ মিনারগুলো সব সময় জরাজীর্ণ অবস্থায় থাকে। আমরা ২১ ফেব্রুয়ারির আগে এলাকার সব শহীদ মিনারগুলো পরিষ্কার করব।
জাগ্রত যুবসমাজের প্রতিষ্ঠাতা সভাপতি জুয়েল রানা বলেন, করোনাকালীন দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যুবসমাজ বিভিন্ন দিকে চলে যাওয়া শুরু করেছে। সেই দিকে লক্ষ করে আমরা একটি সেচ্ছাসেবী সংগঠন তৈরি করেছি। এতে করে তারা সমাজের ভালো কাজগুলো করতে পারবে। আমরা লক্ষ করেছি ২১ ফেব্রুয়ারির দুদিন আগে শুধু শহীদ মিনারগুলো পরিষ্কার করা হয়। বাকি সময়গুলোতে জরাজীর্ণ অবস্থায় থাকে। ভাষার মাসে ভাষা শহীদদের সম্মানার্থে আজ শহীদ মিনারটি পরিষ্কার করেছি। এ ছাড়া এলাকার বিভিন্ন শহীদ মিনারগুলো এ মাসেই পরিষ্কার করব।
প্রসঙ্গত: ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত ফেব্রুয়ারি এই দেশের মানুষের চেতনার এক অনির্বাণ বাতিঘর। এই আলোর স্পর্শে অন্যায়ের কাছে মাথানত না করার এবং প্রবল দেশাত্মবোধের অন্যরকম এক আবেগ ও উদ্দীপনায় জেগে ওঠে সর্বস্তরের মানুষ।