সৌদি আরব যেখানে রক্ষণশীলতার বেড়ায় পুরো দেশ আচ্ছাদিত ছিল এখন একটু –একটু করে তা ভাঙা শুরু হয়েছে। এক সময়ে যেখানে মহিলাদের ঘরের বাইরে বের হওয়া চরম অপরাধ ছিল, আজ সেই দেশেই পবিত্র হজের জন্য মক্কায় মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ সদস্যদের। সৌদির ইতিহাসে এই প্রথম হজের নিরাপত্তায় মহিলা নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হলো।
গত বছরই দেশে মেয়েদের আন্দোলনের মুখে কিছুটা পিছু হঠে সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তাবাহিনীতে মহিলাদের নিয়োগ করার সিদ্ধান্ত নেন সৌদির রাজা সালমান। তখনই জানানো হয়েছিল, হজেরও নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবে মহিলা নিরাপত্তা রক্ষীরা। সেই নির্দেশ মোতাবেক এ বছরেই হজের নিরাপত্তার দায়িত্বে মহিলাদের নিয়োগ করা হয়।
পুলিশ সার্ভিস ট্রেনিং থেকে সসম্মানে উত্তীর্ণ হয়ে হজে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আফনান আবু হুসেইন। সৌদি টেলিভিশন চ্যানেল আল-আখবারিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটা আমাদের গর্ব এবং আনন্দের উৎসব। অন্যান্য সময়ের তুলনায় হজ আমাদের জন্য খুবই ব্যস্ত একটি মরসুম।’
বুধবার মক্কার পবিত্র গ্রান্ড মসজিদ থেকে আরাফাতের ময়দানের উদ্দেশে হজ যাত্রীদের যাত্রা শুরুর মাধ্যমে চলতি বছরের হজের মূল কার্যক্রম শুরু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে হজ যাত্রীদের সুরক্ষায় একাধিক ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
হজ ও ওমরাহ কল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক সারি আসিরি বলেছেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হজযাত্রীদের প্রত্যেক দলের জন্য এক নেতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারা হজযাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত এবং চলাফেরা নিয়ন্ত্রণে কাজ করবেন। সেই সঙ্গে প্রত্যেক দলে একজন করে স্বাস্থ্য আধিকারিক রয়েছেন, তিনি হজযাত্রীদের শারীরিক অবস্থা নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাও করবেন।
উল্লেখ্য, প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখ মুসলিম পবিত্র হজ পালন করলেও চলতি বছর করোনাভাইরাস মহামারির কারণে হজযাত্রীর সংখ্যা মাত্র এক হাজারে নামিয়ে আনা হয়েছে। এই হজযাত্রীদের প্রত্যেকেই সৌদিতে বসবাসকারী। এবার বাইরে থেকে কেউই হজ পালনের সুযোগ পাননি।