বিনোদন ডেস্কঃ উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতুর। আর এই পদ্মা সেতু নিয়ে গর্বিত ও বাঁধ ভাঙা আনন্দ বিরাজ করছে তারকাদের মধ্যেও। পদ্মা সেতু নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে একাধিক গান। সিনেমাও নির্মিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত এ সেতুটিকে নিয়ে। দেশের এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন শোবিজ তারকারা।
চিত্রনায়িকা নিপুন আক্তার বলেন, পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদা, আমাদের অহংকার। শত বাঁধা, ষড়যন্ত্র অতিক্রম করে পদ্মা সেতু আজকে চালু হলো। এটি শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। ধন্যবাদ প্রধানমন্ত্রী আপনাকে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, পদ্মা সেতু সারা বাংলাদেশের মানুষকে এক করেছে। আমরা বিশ্বাস করি, বাঙালি জাতি চাইলে অনেক কিছু করতে পারে। আমরা আবারও প্রমাণ করেছি আমাদের সক্ষমতা কতটা। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করে তা বুঝিয়ে দিয়েছি। শুভ কামনা।
অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির বলেন, পদ্মা সেতুর সুবাদে বাংলাদেশের নাটক-চলচ্চিত্র এখন আর আগের মতো ঢাকাকেন্দ্রিক থাকবে না। দুটি শিল্পেরই পরিসর আরো বড় হবে। তাতে আমরা যেমন উপকৃত হবো, তেমনি যারা আমাদের কাজ দেখেন, সেই দর্শকদের মধ্যেও এটি চমৎকারভাবে ছড়িয়ে যাবে।
সংগীতশিল্পী প্রতীক হাসান বলেন, পদ্মা সেতুর সুবাদে কনসার্টের সংখ্যা বাড়বে। যোগাযোগ ব্যবস্থা এখন অনেক ভালো। দক্ষিণবঙ্গে অনেকে গানের অনুষ্ঠান আয়োজন করছে। আজ (২৫ জুন) থেকে পদ্মার ওপারে আমার কয়েকটি কনসার্ট শুরু হবে। মাদারীপুরের শিবচর থেকে শুরু করবো। তারপর খুলনায় শো আছে। বলা যায়, পদ্মা সেতু সংগীতশিল্পীদের জন্য একটি নতুন ডানা।
এদিকে, পদ্মা সেতু নিয়ে সমালোচনা না করার আহ্বান করেছেন ওমর সানী। ওমর সানী পুরো পরিবারের সঙ্গে পদ্মা সেতুর একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জানান, আমার বাড়ি বরিশাল গৌরনদী, জন্ম কালিগঞ্জ জিনজিরা ঢাকা, শশুরবাড়ি সাতক্ষীরা খুলনা। আলহামদুলিল্লাহ পদ্মা সেতু আমার লাগবে আপনার লাগবে, আমাদের গর্বের পদ্মা সেতু, আমাদের প্রথম অর্জন স্বাধীনতা, আর দ্বিতীয় অর্জন পদ্মা সেতু, সমালোচনা নয় আসুন আমরা এক মুখে বলি আমাদের পদ্মা সেতু।
এ ছাড়া চিত্রনায়িকা শাবনূর, ইয়ামিন হক ববি থেকে শুরু করে শোবিজ জগতের বিভিন্ন সংগীতশিল্পীও পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে বিভিন্ন শুভেচ্ছাবার্তা দিয়েছেন।