আগামী মাসের মধ্যে শেষ হবে পদ্মা সেতুর সবগুলো পিলারে খুঁটি বসানোর কাজ। যেসব পিলারে জটিলতা ছিল সেগুলোসহ সব পিলারের খুঁটি বসে গেলে দ্রুত এগিয়ে যাবে সেতুর কাজ। এখন পর্যন্ত সেতুর ৪২টি পিলারের মধ্যে পুরো কাজ শেষ হয়েছে ২৫টির। এছাড়া বর্ষা শুরু হয়ে যাওয়ায় চলতি মাসে সেতুতে ২টি স্থায়ী স্প্যান বসানোর কথা রয়েছে।
তবে এ কাজে নতুন মাত্রা আসতে যাচ্ছে মধ্য জুলাইয়ে। সেতুর ৪২টি পিলারের ২৯৪টি খুঁটির মধ্যে ২৩৬টি পুরো এবং ১৬টির অর্ধেক নদীর তলদেশের ঢুকানোর কাজ শেষ হয়েছে। বাকী খুঁটিগুলোর কাজ শেষ করতেও এখন কোনো জটিলতা নেই।
পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ২৬টা পিলার বসানো হয়ে গেছে। প্রতি মাসেই আরও একটা দুইটা করে হতে থাকবে।
খুঁটি বসানোর কাজ শেষে এগুলোর উপরের অংশে রড সিমেন্টের ঢালাই দেয়া হলেই আকৃতি পাবে এক একটি পূর্ণাঙ্গ পিলার। এ কাজে সময় লাগবে আরও দুই মাসের মতো। পুরো প্রকল্পের কাজের মধ্যে নদীতে খুঁটি বসানো সবচে কঠিন বলে এটি শেষ হলেই সেতুর কাজ দ্রুত এগিয়ে যাবে বলে আশাবাদ প্রকল্প পরিচালকের।
চলতি মাসে মাওয়া প্রান্তে দুইটি স্থায়ী স্প্যান বসানো হবে, আর জাজিরা প্রান্তে বিশেষ ব্যবস্থায় তৈরি করা কাঠামোর ওপর অস্থায়ীভাবে নিয়ে রাখা হবে ৩টি স্প্যান। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এখন পর্যন্ত মূল সেতুর কাজ ৭৮ শতভাগ, নদী শাসনের কাজ ৫৭ শতভাগ এবং সব মিলিয়ে পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে ৬৯ শতভাগ।