নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম :-দেশের প্রথম ব্রান্ডিং জেলা চাঁদপুর। এটি ইলিশের বাড়ি জেলা নামে ও খ্যাত। এখানকার সবকয়টি বিনোদন কেন্দ্রের চেয়ে ভ্রমনপিপাসুদের সবচেয়ে প্রিয় চাঁদপুর শহরের ত্রি নদীর মোহনা। সেই সাথে যুক্ত হয় পদ্মার বুকে জেগে ওঠা বালুর চর। গত বছর থেকে এ চরটি ভ্রমণ পিপাসুদের মনে মিনি কক্সবাজার হিসেবে স্থান পেয়েছে। এখানে মিলছে সমুদ্র সৈকতের মতই অনুভূতি। তাই বিভিন্ন জেলা থেকে ছুটে আসছে পর্যটকরা।
এখানে সকাল বেলাটা ভালো কাটে,দুপুর বেলা একটু মন্দা হলেও বিকেল বেলা জমজমাট হয় অনেক বেশি। সোনা রোদের গোধূলি বেলার তো কোন তুলনাই চলে না। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের আদলে চাঁদপুরের মিনি কক্সবাজার রূপায়নের লক্ষ্য ইতিমধ্যে বেসরকারি ভাবে কয়েকজন তরুনের প্রচেষ্টায় ‘ স্বপ্ন টুরিজম ‘ এর উদেগ্যে বসানো হয়েছে ১০ টি বিচ চেয়ার।
সব মিলিয়ে এমন একটি বিনোদন কেন্দ্র কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ভ্রমণ পিপাসু পর্যটকদের দাবি।