স্বপ্নের পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের মঙ্গলবার (১০ অক্টোবর) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর দুপুর ১টা ৪৫ মিনিটে টিকিট কেটে ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ তালিকায় ছিলেন দেশের শোবিজ ও সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা। এর মধ্যে নন্দিত অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবুও ছিলেন। তাদের সঙ্গে একই বগিতে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ট্রেন ভ্রমণের সময় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন প্রতিমন্ত্রী।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর লাইভে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ সিনেমায় নিজের গাওয়া শ্রোতাপ্রিয় ‘নিথুয়া পাথারে’ গান গেয়ে বগিতে উপস্থিত সবাইকে শোনাতে দেখা যায় অভিনেতা ফজলুর রহমান বাবুকে।
এছাড়াও মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটিও গাইতে দেখা যায় তাকে। এ সময় তার সঙ্গে সুর মেলান চিত্রনায়ক ফেরদৌস।
গান গাওয়ার সময় আরও দেখা যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইনকে।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি গান গেয়েও দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। ইতোমধ্যে বেশ কয়েকটি গানের অ্যালবামও প্রকাশিত হয়েছে এই অভিনেতার।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম