আজ সোমবার (২৪ ফেব্রুয়ারী) মালয়েশিয়ার রাজার কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তবে পদত্যাগের ব্যপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীঘ্রই একটি বিবৃতি জারি করা হবে।
শনিবার রাতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পদ থেকে কখন সরে যাবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিষয়টা এখন আমার ওপর নির্ভর করে”। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ড. উয়ান আজিজাহ উয়ান ইসমাইল।
৯৪ বছর বয়সী ড. মাহাথির ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ১০ মে, ২০১৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শপথ নেন মাহাথির মোহাম্মদ। এর আগে বারিসান ন্যাশনাল দলের নেতা হিসেবে টানা প্রায় ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে ক্ষমতা থেকে তিনি নিজেকে সরিয়ে নেন।