ব্রাজিলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিতে। খবর টকস্পোর্টস’র।
তিনি বলেন, এই পরাজয় খুবই বেদনাদায়ক। আমি দেড় বছর আগে থেকেই এমন সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। আমি শুধু জয়ের জন্যই খেলতাম না। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা এই কথা জানতেন।
ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা মেনে নেয়া খুব কষ্টকর। যেহেতু আমরা মানুষ সেহেতু আমরা স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েছি। এ যাবত যতো কাজ করেছি সেটির মূল্যায়ন করার মতো মানসিক শক্তি এখন আমার নেই।
এর আগে, টাইব্রেকারে বিশ্বকাপে অন্যতম ফেভারিট ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ক্রোয়েশিয়া। ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর পঞ্চমবারের মতো ইউরোপের দলের বিরুদ্ধেই আটকে গেলো ব্রাজিল।