লিবিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ফয়েজ আল-সররাজ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অক্টোবরের শেষের দিকে তিনি দ্বায়িত্ব ছাড়ার এ পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।
গতকাল বুধবার টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী সররাজ বলেন, আমি অক্টোবরের শেষের দিকে আমার দায়িত্ব পরবর্তী নির্বাহী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে চাই। এটি একান্তই আমার ইচ্ছা। আশা করি, সংলাপ কমিটি তার কাজ শেষ করবে এবং একটি নতুন প্রেসিডেন্ট কাউন্সিল ও প্রধানমন্ত্রী নির্বাচন করবে।
এর আগে, ২০১১ সালে দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসক গাদ্দাফির শাসন শেষ হওয়ার পর পূর্ব ও পশ্চিম লিবিয়ায় আলাদা প্রতিদ্বন্দ্বী সরকার ক্ষমতায় আসে। ত্রিপোলিভিত্তিক সরকারের প্রধান ছিলেন সররাজ। জাতিসংঘের সমর্থনসহ বিশ্বের বিভিন্ন দেশ তার সরকারকে স্বীকৃতি দিয়েছিলো। আর পূর্ব লিবিয়ায় ক্ষমতায় ছিলো অন্তর্বর্তী সরকার। বিক্ষোভের জেরে পূর্ব লিবিয়ার অন্তর্বর্তী সরকারও পদত্যাগ করেছে।
উল্লেখ্য, পূর্ব লিবিয়া হলো খলিফা হাফতার ও তার লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) এর শক্ত ঘাঁটি। সূত্র- আনাদলূ এজেন্সি।