পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ৩০৪ গ্রাম ওজনের একটি সারাদেশ ডেস্ক || ডিজিটাল বাংলা নিউজ৬ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়েছে। গতকাল বুধবার (৬ নভেম্বর) বিকেলে কুয়াকাটা পৌরসভার মাছবাজারে ইলিশটি বিক্রি হয়েছে।
জানা গেছে, কুয়াকাটা মাছ বাজারের ঘরামী ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে মাছটি নিলামে ফিস ভ্যালীর পক্ষে মো. হাসান ১ লাখ ১০ হাজার টাকা মন দরে ২ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৬ হাজার ৩২৫ টাকায় মাছটি ক্রয় করেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী জলিল বলেন, ৬ হাজার ৩২৫ টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। এ সময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছেন।
জেলে মুনসুর বলেন, মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে বরাবরের মতো জাল ফেলি। এ সময় একটি বড় মাছ আমাদের জালে ধরা পড়ে। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।
ঘরামী ফিসের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর ঘরামী বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে ১ লাখ ১০ হাজার টাকা দরে বিক্রি হয় মাছটি। এতে মাছটির মূল্য হয়েছে ৬ হাজার ৩২৫ টাকা।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এমন সাইজের ইলিশ ধরা পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে, সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ আরও বেশি ধরা পড়বে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩৮ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি