নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়ার পাঁচদশক পূর্তি পালিত হয়েছে।
পাঁচদশক পূর্তি উপলক্ষে আজ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
টিএসসি কেন্দ্রীক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় ঢাবি ডিবেটিং ক্লাবেব সভাপতি এসএম রাকিব সিরাজীর সঞ্চালনায় টিএসসিভিত্তিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ‘বঙ্গবন্ধ’ু উপাধি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে সংগঠনের নেতারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক অরুনা বিশ^াস, স্বাধীনতা বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জেনিফা ফেরদৌস, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক শাহনুর, কেন্দ্রীয় নেত্রী বৃষ্টি রানী প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৬৯ সালের এ দিনে বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দিয়েছিলেন। পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মহান নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে স্বাধীনতা অর্জন করে।
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে কারাগারে বন্দী থাকার পর ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কারাগার থেকে মুক্তি পান। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন (ডিইউসিএসইউ)-এর সহ-সভাপতি (ভিপি) এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমেদ কারামুক্ত শেখ মুজিবুর রহমানের সম্মানে আয়োজিত জনসমাবেশে বাংলার জনগণের পক্ষে বঙ্গবন্ধু উপাধি ঘোষণা করেন।
এছাড়াও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সংগঠনের গুলশানস্থ কার্যালয়ে স্টিয়ারিং কমিটির সভাপতি অভিনেত্রী সারাহ বেগম কবরী’র সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান।
সভায় বক্তারা বলেন, এইদিন বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। বাঙালি জাতির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়েছিল।