লিখন আহমেদ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। জাহিদ হাসান সিরাজগঞ্জ শহরসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে গন সংযোগ করে বেরাচ্ছে।জাহিদ হাসান সাধারন ভোটারদের কাছে গিয়ে নৌকা মার্কার লিফলেট বিতরন করছে।তিনি ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য উৎসাহ দিচ্ছে। জাহিদ হাসান বিভিন্ন স্থানে উঠোন বৈঠক,গন সংযোগ করছে এসময় তিনি সাধারন জনগনকে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের বর্ননা দিচ্ছে।জাহিদ হাসান সকলকে বলছে, নৌকা মানে উন্নতি,নৌকা দেশের সমৃদ্বি আনে,আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে সুন্দর সু-নির্দিষ্ট পথ দেখায় নৌকার রাজনীতির লক্ষ্যই হচ্ছে দেশের মানুষের জীবনমান উন্নত করা। যারা মানুষকে মানুষ মনে করে না, তারা কীভাবে আবার ধানের শীষে ভোট চায়? এটা আমরা বুঝি না। ধানের শীষে ভোট মানেই দুর্নীতি এতিমের টাকা আত্মসাৎ, মানি লন্ডারিং।দেশের মানুষ নৌকায় ভোট দিয়েছিল বলেই বিগত বছর গুলোতে দেশ এতো উন্নত হয়েছে। নৌকায় ভোট দেয়ার সুফল এখন ও দেশবাসী পাচ্ছে। আওয়ামী লীগ সরকার পরিচালনা করে দেশের মানুষের স্বার্থে ব্যাক্তিগত স্বার্থে নয়।এ জন্য সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে নৌকা মার্কায় ভোট দিন। আপনারা আপনাদের মুল্যবান ভোট দিয়ে দেশের উন্নয়ন গ্রাম বাংলার উন্নয়ন অব্যহত রাখুন। অভিনেতা জাহিদ হাসানের সাথে নির্বাচনী প্রচারনায় ব্যাস্ত আছেন আওয়ামী লীগ মনোনিত সিরাজগঞ্জ কামারখন্দ সংসদীয় আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এবং আওয়ামী লীগের মনোনীত প্রাার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। জাহিদ হাসানের সাথে নির্বাচনী প্রচারনা যুক্ত হচ্ছে তার অসংখ্য ভক্ত বৃন্দু ।