নোয়াখালী পৌরসভার সিটি হাসপাতালের ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাসপাতাল রোডের সিটি হসপিটাল প্রাইভেটের মূল ফটকের ডিসপ্লেতে এই লেখা ভেসে উঠে। ঘটনার পর পরই বিএনপি পরিচয়ে নেতাকর্মীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি দাবি করে হাসপাতালে ভাংচুর চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের সিটি হসপিটাল প্রাইভেটের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠে। মুহূর্তের মধ্যে হাসপাতালের সামনে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে হাসপাতালে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৬ ডিসেম্বর রাতে প্রথম হাসপাতালে ডিজিটাল ডিসপ্লেতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু,আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, লেখা ভেসে উঠে। তখন আমাদের নৈশ প্রহরী সেটা ডিসকানেক্ট করে দেয়। পরে এটা নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি। পরে গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে হঠাৎ তাদের স্ক্রিনে শব্দগুলো ভেসে উঠতে দেখতে পেয়ে ডিভাইসটি বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে ফের মঙ্গলবার রাতে বিএনপির কিছু নেতাকর্মী পুনরায় হাসপাতালে এসে বন্ধ থাকা স্ক্রিন পুনরায় চালু করতে বললে হাসপাতালের গার্ড চালু করলে আবারও একই লেখা ভেসে ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে তারা হাসপাতালের সাইবোর্ড, ফার্মেসী, ল্যাব, এক্সে রুমসহ পুরো হাসপাতালের ব্যাপক ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা গ্রাউন্ড ফ্লোরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করে। পরে খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়, ডিসপ্লেয়ের হাসপাতালের কোনো অ্যাপে, তারে বা মোবাইলে নিয়ন্ত্রণ নেই। এটি হাসপাতালের বাহিরে থাকা একটি পেনড্রাইভের মাধ্যমে চলে।
এদিকে এ বিষয়ে সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তাহের গনমাধ্যমে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কারা বার বার এমন ঘটনা ঘটাচ্ছে বিষয়টি তদন্ত করে দেখার পাশাপাশি যারা ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।
আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৯ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৮ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি