আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে ২২ আরোহী নিয়ে বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারলাইনসের সন্ধান পেয়েছে নেপালের উদ্ধারকারী দল। বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধাকারীরা বাকিদের সন্ধানে এখনো তল্লাশি চালাচ্ছে। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে।
আজ সোমবার (৩০ মে) নেপাল সেনাবাহিনী কাঠমান্ডু পোস্টকে জানায়, বিমানটি নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলের মুস্তাং জেলার থাসাং-এর সানো সোয়ার বিহারের কাছে ১৪ হাজার ৫০০ ফুট গভীরে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল আজ সকালে বিমানের ধ্বংসাবশেষের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
নেপালের সিভিল এভিয়েশনের মুখপাত্র দিও চন্দ্র লাল কর্ন জানায়, এখনও পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর বাকিদের খোঁজ পেতে এখনো তল্লাশি অব্যাহত রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলে সেখানে হেলিকপ্টারের টহল দেওয়া হবে। যে এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে কোনো মনুষ্যবসতি নেই।
উল্লেখ্য, গতকাল রবিবার (২৯ মে) সকালে চার ভারতীয়সহ ২২ যাত্রী নিয়ে বেসরকারি এয়ারলাইনসের বিমানটি মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়। পরে জানা যায়, বিমানটি নেপালের কোয়াং গ্রামে একটি নদীতে বিধ্বস্ত হয়েছে।