স্পোর্টস ডেস্ক/S.H:
ইউরো কাপ হলো ইউরোপীয়ানদের জন্য নিজেদের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে অন্যতম আসর। চার বছর পরপর শুরু হওয়ার এই আসরে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। ২০২০ ইউরো কাপ আসরটি নিয়ে তাই ফুটবল বিশ্বের ছিল আলাদা আকর্ষণ। গত রবিবার এই আসরের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। নেদারল্যান্ডসকে দারুণ ভাবে ২-০ গোলে হারিয়ে শেষ আটে নিজেদের নাম লেখায় চেক প্রজাতন্ত্র।
২৭ জুন রাতে ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামেন চেক প্রজাতন্ত্র। আক্রমণাত্মক খেলা দিয়ে ম্যাচ শুরু করেন দু’দলের ফুটবলাররা। তবে গোলের দেখা পায়নি দু’দলের কেউই। বিরতির পর আবার খেলা শুরু হলে ৫৫ মিনিটে কপাল পোড়ে কমলা বাহিনীদের। হাতে বল লাগায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডাচ প্লেয়ার ম্যাথিস ডি লিটকে। এরপরই মন ভেঙে যায় কমলা বাহিনীদের। এই সুযোগ কাজে লাগায় চেক ফুটবলাররা। ৬৮ মিনিটে চেকের হয়ে প্রথম গোলটি করেন টমাস হোলস। গোল শোধ করতে মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা পাচ্ছিলো না ডাচ বাহিনী। এইবার ৮০ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলটি করেন চেক প্রজাতন্ত্র। প্যাট্রিক শিকের করা গোলে জয় নিশ্চিত করেন চেক বাহিনী। যদিও পুরো ম্যাচে চেক প্রজাতন্ত্র থেকে অনেকাংশে ভালো খেলেছিল ডাচরা। গোলের দেখা না পাওয়া ইউরো কাপের জয়ের স্বপ্ন অপূর্ণ রেখে মাঠ ছাড়েন নেদারল্যান্ডস ফুটবলাররা। চেকদের কাছে ২-০ গোলে হেরে ইউরো থেকে বিদায় নিতে হয় ১৯৮০ সালের ইউরো চ্যাম্পিয়ানদের। আগামী ৩ জুলায় ইইরোর কোয়ার্টা ফাইনালে ডেনমার্কের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র।