মো. কামরুজ্জামন, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর উদ্যোগে ৩ লক্ষাধিক টাকার মরনোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। গত রবিবারে ১৫ নভেম্বর বিকেলে শহরের নাগড়া এলাকায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর উদ্যোগে এই মরনোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নেত্রকোনা জেলা জোন এর সহকারী ভাইস প্রেসিডেন্ট মোঃ পারভেজ উল্লাহ্ খান, বিসি শারমিন আক্তার রিমু, জোনাল ইনচার্জ আসাদুজ্জামান, কুলছুমা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মরনোত্তর বীমা দাবীর নমীনিবৃন্দ।
জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার নাগড়া এলাকার গৌরী রানী সরকারের মরনোত্তর বীমা দাবীর ৩ লক্ষ ২ হাজার ৩ শত ৫৫ টাকার চেক ছেলে সুজিত সরকার নমিনী হিসেবে গ্রহন করেন।
অন্যদিকে গোলাপ মিয়া মরনোত্তর বীমা দাবীর চেক ৩৫ হাজার টাকা স্ত্রী নার্গিস আক্তার নমিনী হিসেবে গ্রহন করেন।