মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার পৌর শহরে প্রাণঘাতি করোনা পরিস্থিতিতে সরকারি বিধি মেনে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩-০৬-২০)শহরের নরসিংহজিউর আখড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হয়।
সকালে আখড়া মন্দিরে ধর্মীয় বিধানমতে পূজাপার্বন হয়। পরে আখড়া প্রাঙ্গণে রথে থাকা শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা দেন পূজারীরা। উৎসবে আগত ভক্তবৃন্দরা সামাজিক দুরত্ব বজায় রেখে ও মাস্ক পরিহিত হয়ে উৎসবে অংশ নেন। পরে উৎসব প্রাঙ্গণ থেকে ভ্যানে করে রথ নিয়ে শহর প্রদক্ষিণ করা হয়।
উৎসব আয়োজক শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া কমিটির সভাপতি রঞ্জিত সাহা জানান, করোনাভাইরাসের কারণে এবার সীমিতভাবে উৎসব আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে এবার মেলা বন্ধ রাখা হয়েছে। পূজা শেষে ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।