মো.কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের মৌজেবালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মৌজেবালী যুব সমাজের উদ্যাগে স্কুলের সকল শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।
গত কাল রবিরার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ৫শত শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জনাব রফিকুজ্জামান বাবু, সভাপতি বাংলাদেশ আওমীলীগ ৬ নং ওয়ার্ড। নূরজাহান বেগম, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, রুবিনা আক্তার, সারোয়ার জাহান সানা, মাজহারু ইসলাম মোমেন, শফিকুল ইসলাম মাষ্টার, রাসেল,
লিফটন,মামুন,শাকিলসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, রাজন আহম্মেদ রক্তের বন্ধন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আকিব, শিহাব, মাফুজ, ইউসুফ, শিমন, প্রিয়া, টুকু, মনি, মাহমুদুল, আসমাসহ আরো অনেকে।
এ সময় বক্তব্য রাখেন, নূরজাহান বেগম প্রধান শিক্ষক মৌজেবালী সরকারি প্রাথমিক বিদ্যালয় রফিকুজ্জামান বাবু, নূরুল ইসলাম, আনোয়ার হোসেন, রুবিনা আক্তারসহ এলাকার অনেকেই।
প্রগ্রামে ল্যাব টেকনোলজিষ্ট হিসেবে ছিলেন, আতিকুল ইসলাম রাহাত, মুমতাহিনা তাঁজ লাবন্য।
এলাকাবাসী মৌজেবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে রক্তের গ্রুপ জেনে খুবই আনন্দিত ও রক্তের বন্ধনের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।