নেত্রকোণা প্রতিনিধিঃ “৮০০ কোটির পৃথিবী:সকলের সুযোগ,পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এই স্লোগানে নেত্রকোণায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ পালিত দিবস ২০২২ পালিত হয়েছে। গত বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল ৩ টা ৩০ মিনিটের সময় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেনের সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরমেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল (পিপিএম), নেত্রকোণা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খাইরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদসহ সদর ও আটপাড়া উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকতাবৃন্দ।