নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “গুনগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পায়রা উড়িয়ে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান জাতীয় পরিসংখ্যান দিবসের শুভ উদ্ভোধন করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন,মোহাম্মদ কামাল হোসেন উপ-পরিচালক জেলা পরিসংখ্যান অফিস, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান (জুয়েল), জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান মোঃ মোশারফ হুসেন উপজেলা পরিসংখ্যান অফিস নেত্রকোণা সদর,মারুফ আহম্মেদ উপজেলা পরিসংখ্যান অফিস আটপাড়া, হাসি আক্তার উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মোহনগঞ্জ,নন্দ কুমার বিশ্বাস উপজেলা পরিসংখ্যান অফিস খালিয়াজুরি, সোহান রহমান লিসা উপজেলা পরিসংখ্যান অফিস মদন, জয়শ্রীপাল উপজেলা পরিসংখ্যান অফিস পূর্বধলা, জেলা ও উপজেলার পরিসংখ্যান অফিসের কর্মকর্তা ও কর্মচারীসহ অনেকে।