মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “আমরা গণমানুষের ভাষায় কথা বলি অবিরাম” এই স্লোগানকে ধারণ করে সফলতার সাথে ১ বছর অতিক্রম করে আজ ২য় বর্ষে পদার্পণ করলো জেলার জনপ্রিয় অনলাইন পোর্টাল “খবর নেত্রকোণা”।
১৫ জুন খবর নেত্রকোণার সম্পাদক ও ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সভাপতি রেজাউল হাসান সুমনের সভাপতিত্বে খবর নেত্রকোণার নিবার্হী সম্পাদক ও ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সাধারণ সম্পাদক ইকবাল হাসানের সঞ্চালনায় জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর নেত্রকোণা জেলা অফিস মিলনায়তনে জেলার সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আ.ক.ম আলতাবুর রহমান কাশেম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্য ও জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সহ-সভাপতি প্রণব রায় রাজু, সাবেক যুবলীগ নেতা ও এফ.আর.এস.বি এর দপ্তর সম্পাদক এম এস রতন, জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সাংগঠনিক সম্পাদক ও নতুন সময় টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান ইমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার সম্পাদক ও এফ.আর.এস.বি এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল ইসলামসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ‘খবর নেত্রকোণার‘ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উত্তর উত্তর সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।