নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের এলজিএসপি কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই ইউনিয়নের সাবেক মেম্বার মিন্টু তালুকদার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায় নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেদনী রায়পুর রাস্তা থেকে আসদাটি গ্রামের আবুল মিয়ার বাড়ি হতে ফকির বাড়ি পর্যন্ত এলজিএসপি রাস্তার সিসি কাজের দায়িত্ব পান ইউপি সদস্য মিন্টু তালুকদার ২০২১ সালে ১৩ জুন তিনি কাজ শুরু করেন। দায়িত্ব পাওয়ার পর রাস্তার কাজ শুরু করেন। বালু, শুরকি, সিমেন্ট রাস্তার পাশে রাখা হয় ওই প্রকল্পের ডিস্টিকট ফেসিলিটেটর (ডিএফ) মাসুদ ইউপি চেয়াম্যানকে কাজ বন্ধ কারার জন্য বলেন।
ইউপি সদস্যের আনা মালামাল ব্যবহারের অনুপযোগী বলে কাজ বন্ধ রাখেন। এরই মধ্যে কার্যাদেশ প্রাপ্ত ইউপি সদস্যের দায়িত্বকাল শেষ হয়ে যায়।পরবর্তীতে বর্তমান ইউপি সদস্য পূর্বের মালামাল দিয়ে রাস্তার কাজ সম্পন্ন করেন। অভিযোগে উল্লেখ করা হয় ইউপি সদস্য আনোয়ার হোসেন শফিক ঘুষের বিনিময়ে ওই রাস্তার কাজ শেষ করেছেন।
এছাড়া ওই রাস্তার ডালাই এর কাজ ৫ ইন্ছির জায়গায় ২-৩ এবং নিম্নে ৬ ইন্ছি ঢালাইয়ের পরিবর্তে এক ইঞ্চি দিয়ে ঢালাইয়ের কাজ সম্পন্ন করেন। ইউপি মেম্বার ১০০ দিনের কর্মসূচির শ্রমিকদের দিয়ে রাস্তার ২ পাশের মাটি ভরাট করান।
ইউপি সদস্য আনোয়ার হোসেন শফিক অভিযোগ অস্বীকার করে বলেন, আগের মালামাল দিয়ে কাজ করা হয় নি। নতুন মালামাল দিয়ে রাস্তার কাজ সুষ্ঠু ভাবে শেষ করা হয়েছে।