মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ভবানীপুর এলাকার সুমেশ্বরী নদীর পাড়ে অভিযান চালিয়ে চোরাচালানকৃত ১টি ভারতীয় গরু আটক করেছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বুধবার দুপুর দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ভবানীপুর বিওপি’র হাবিলদার মোঃ সেলিম রেজার নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম ২২ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ভবানীপুর সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল।
এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ভারতের সীমান্ত এলাকা থেকে সুমেশ্বরী নদীর পাড় দিয়ে একটি ভারতীয় গরু এদেশে প্রবেশ করতে দেখে আটক করে। তবে চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃত গরুর সিজার মূল্য ৫০ হাজার টাকা। আটককৃত গরু বুধবার বিকালে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।