মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নেত্রকোণায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিদিনের কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম পাঠ শুরু হয়েছে।
সারা বছরব্যাপী প্রাতিষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে ‘যে আগুন ছড়িয়ে গেলো সবখানে, সময়ের রেখায় বঙ্গবন্ধু’ বই থেকে প্রতিদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম পাঠ করবে শিক্ষার্থীরা।
সোমাবার সকালে বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় ম্যানিজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান