দীর্ঘ ২০ বছর পর নেত্রকোণা জেলার পূর্বধলা থানা চাঞ্চল্যকর নুর-মোহাম্মদ (৩০) হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মজিবর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত সোমবার রাত অনুমান ০২.৩০ মিনিটের সময় টাংগাইল জেলার ধনপুর থানা এলাকা হতে নুর-মোহাম্মদ (৩০) হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মজিবর রহমান (৭০), পিতা- মৃত আবুল হোসেন, সাং- ইরিভিটা, থানা- পূর্বধলা, জেলা-নেত্রকোণা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, এজাহার ও বিজ্ঞ আদালতের রায় পর্যালোচনায় জানা যায়, আসামী মজিবর রহমান ভিকটিম মৃত নুর- মোহাম্মদ, পিতা- মৃত আনছর উদ্দিন, সাং-দশাশী, থানা- পূর্বধলা জেলা- নেত্রকোণা এর বাড়ীতে মাসোয়ারা চুক্তিতে কাজ করত। ভিকটিম মৃত নুর-মোহাম্মদ একটি জীবন বীমা কোম্পানীতে চাকুরী করিতেন। চাকুরীর সুবাধে তাহার নিকট প্রায় সময় নগদ টাকা পয়সা থাকিত। নগদ অর্থের লোভে আসামী মজিবর রহমান নুর-মোহাম্মদকে নির্মূমভাবে হত্যা করে পার্শবর্তী বারহাট্টা থানার দেউলি গ্রামের মাটির নিচে পুতে রাখে। পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই মোঃ নুর-ইসলাম বাদী হয়ে নেত্রকোণা জেলার পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার পূবর্ধলা থানার মামলা নং- ০৯(৩)১৯৯৮, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড।
দীর্ঘ ০৪ মাস পর মামলা তদন্ত চলাকালীন সময়ে আসামী মজিবুর রহমানকে পুলিশ গ্রেফতারের পর আসামীর দেওয়া তথ্য মতে পার্শবর্তী থানা এলাকা হতে পুতে রাখা লাশের কংঙ্কাল উদ্ধার করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মুজিবর রহমানকে ২০০৩ সালে মৃত্যুদন্ড প্রদান করেন।
আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য পূর্বধলা থানায় হস্তান্তর করা হইয়াছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি