“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার।” এই শ্লোগানকে সামনে রেখে, নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণার চরপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে গাছের চারা, খাদ্য সামগ্রী ও ট্রেনিং প্রাপ্তদের মাঝে উপকরণ বিতরণ সহ ৯ লক্ষ ৬৯ হাজার ২৮০ টাকা ব্যয়ে চরপাড়া আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এসময় তিনি ১২৭ জন উপকারভোগীর হাতে গাছের চারা, খাদ্য সামগ্রী ও ৯৮ জন ট্রেনিং প্রাপ্ত ব্যক্তির মাঝে উপকরণ বিতরণ করেন ও চরপাড়া আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ভাইস-চেয়ারম্যান আব্দুল খালেক, তুহিন আক্তার, সদর ভূমি সহকারী কমিশনার আকলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তার গাজী মোবারক হোসেন, বাউসি ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক ও ঠাকুরাকোণা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি