হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নেকমরদ ইউনিয়নের মহেষডোবা আর্দশ গ্রামের নব নির্মিত বায়তুল মামুর মসজিদে আযানের জন্য একটি মাইকের ব্যবস্থা করেন রাণীশংকৈল সহকারি কমিশনার ( ভূমি) সোহাগ চন্দ্র সাহা। ৩ আগস্ট শনিবার সকালে তিনি নিজে উপস্থিত থেকে মসজিদ কমিটির হাতে এ মাইক তুলে দেন। এ সময় রাণীশংকৈল উপজেলা স্যাানিটারী ইন্সপেক্টর সারওয়ার হোসেন, প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি, সম্পাদকসহ এলাকার মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: সম্প্রতি পূর্ণবাসিত ১৫৫ টি বালিয়া পুকুর পাড় ও মহেষডোবা পুকুর পাড় পরিবারের শতাধিক মুসুল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন বলে ধারনা করেন অনেকে। এ নিয়ে দুই পুকুর পাড়ের এলাকাবাসী ব্যপক সন্তোষ প্রকাশ করেন।
হুমায়ুন কবির
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০১৭১৩৯৮২১৫৭