স্পোর্টস ডেস্কঃ লীগ ওয়ানের শীর্ষ দুই দলের লড়াইয়ে ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখাল পিএসজি। লড়াই ও হলো জমজমাট। এমন লড়াইয়ে নেইমার ও কিলিয়ান এমবাপের গোলে মার্সেইকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
রোববার দিবাগত রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। আবারও তারা এগিয়ে গেছে ১৫ পয়েন্টে, বাকি আর ছয় রাউন্ড। গত দুই রাউন্ডে গোল উৎসব করে ক্লেহমোঁকে ৬-১ ও লরিয়েঁকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল প্যারিসের দলটি।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই নিজেদের চেনা রূপে হাজির হয় প্যারিসের জায়ান্টরা। ম্যাচের বারো মিনিটে প্রথম ভালো সুযোগ পায় পিএসজি। সেটা কাজে লাগাতে একটুও ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। এই নিয়ে তিন ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোল এখন ৬টি। ক্লেহমোঁর বিপক্ষে হ্যাটট্রিকের আগে লরিয়েন্টের বিপক্ষেও গোল করেছিলেন ২টি।
নেইমারের গোলের পর আরও দুটি ভালো সুযোগ পেয়েছিল ফরাসি ক্লাবটি। ১৮ মিনিটে দানিলো পেরেইরার পাসে বল বাইরে মারেন এমবাপে। একটু পরই ডি-বক্সের সামনে থেকে লিওনেল মেসির ফ্রি-কিক উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। ৩১তম মিনিটে সমতায় ফেরে মার্সেই। কর্নার সামনে ঝাঁপিয়ে পাঞ্চ করার চেষ্টায় ক্লিয়ার করতে পারেননি জানলুইজি দোন্নারুম্মা। জটলার মধ্যে বল ক্লিয়ার করতে পারেননি পিএসজির ডিফেন্ডাররাও। কাছ থেকে জালে পাঠান ক্রোয়াট ডিফেন্ডার কালেতা কার।
প্রথমার্ধের শেষ দিকে নেইমারের শট ডিবক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টির জোরাল আবেদন করেন পিএসজি খেলোয়াড়রা, কিন্তু তখন রেফারির সাড়া মেলেনি। সিদ্ধান্ত যায় ভিএআরের কাছে। তাতে পেনাল্টি পায় পিএসজি। ৫০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিয়ে যায় এমবাপে। এই নিয়ে চলতি লিগ ওয়ানে ২৯ ম্যাচে এমবাপের গোল হলো ২১টি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করেছেন এই খেলোয়াড়।
লিগ ওয়ানে মার্সেইয়ের থেকে ১৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেলো পিএসজি। ৩২ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রতে পিএসজির পয়েন্ট ৭৪। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্সেই। পরের ম্যাচে আগামী বুধবার অঁজির বিপক্ষে খেলবে পিএসজি। ওই ম্যাচে জিতলেই দশম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে তাদের। একই দিন নঁতের মুখোমুখি হবে মার্সেই।