বিনোদন ডেস্কঃ দেশের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন এবার চুক্তিবদ্ধ হয়েছেন আন্তর্জাতিক সংস্থায়। অ্যানোনিমাস কনটেন্ট ও ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি (সিএএ) নামক আমেরিকার দুটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ফলে হলিউড কিংবা আন্তর্জাতিক কাজ করার সুযোগ পাবেন তিনি।
মূলত নুহাশের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ সাউথ বাই সাউথ ওয়েস্ট চলচ্চিত্র উৎসব এবং আটলান্টা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পর সংস্থা দুটি তার সঙ্গে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করে। নুহাশের সর্বশেষ মুক্তি পাওয়া কাজ ‘পেটকাটা ষ’। সম্প্রতি দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে এটি মুক্তি পেয়েছে। ভৌতিক এই ওয়েব ধারাবাহিকটি পরিচালনার পাশাপাশি রচনাও নুহাশের। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান, নভেরা রহমান প্রমুখ।
গণমাধ্যমকে নুহাশ বলেন, হলিউডে কোনো বড় কাজ এজেন্ট বা ম্যানেজার ছাড়া হয় না। এই এজেন্ট বিভিন্ন প্রজেক্টের জন্য পরিচালক, অভিনয়শিল্পী বা প্রয়োজনীয় যাবতীয় কিছু জোগাড় করে বা কাজ পাইয়ে দেয়। আর এবার আমেরিকান এই দুই সংস্থার সঙ্গে চুক্তি হওয়ায় আন্তর্জাতিক কাজগুলো করার সুযোগ পাবেন নুহাশ।
এই চুক্তির ফলে নুহাশ এখন থেকে নিয়মিত যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক কাজের সঙ্গে। ইতোমধ্যেই তিনি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন একটি কাজের প্রস্তুতি নিচ্ছেন যার গল্প এবং পরিচালনা তার নিজের। উক্ত দুটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরই এ কাজটি তিনি পেয়েছেন বলে জানান।